জাপানে দশ বছর ধরে মেয়ের ফ্রিজে লুকানো মায়ের লাশ পাওয়া গেল

টোকিওর একটি অ্যাপার্টমেন্ট ভবনের ফাইল ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মৃতদেহ একজন পরিচ্ছন্ন কর্মী খুঁজে পেয়েছে বলে খবরে প্রকাশ (ফাইল ছবি)

জাপানের পুলিশ একটি ফ্ল্যাটবাড়িতে ফ্রিজারের ভেতর এক মৃত নারীর লাশ উদ্ধার করার পর তার কন্যাকে গ্রেফতার করেছে।

আটক নারী, ৪৮ বছর বয়স্ক ইউমি ইওশিমো বলেছেন দশ বছর আগে তার মা মারা গেলে মায়ের মৃতদেহ তিনি লুকিয়ে রাখেন কারণ টোকিওতে যে ফ্ল্যাটে তারা মা মেয়ে একসাথে থাকতেন, তিনি "সেই ফ্ল্যাট ছাড়তে চাননি''।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত মহিলার শরীরের কোন আঘাতের চিহ্ন নেই।

কিন্তু ওই মহিলা কখন এবং কীভাবে মারা গেছেন, কর্তৃপক্ষ এখনও সেটা বের করতে পারেনি।

Presentational grey line

আরও পড়তে পারেন:

Presentational grey line

মিস ইওশিমোর বাসাভাড়ার অর্থ বকেয়া থাকায় তাকে ওই ফ্ল্যাটবাড়ি ছাড়তে বাধ্য করা হয়।

এরপর ওই বাসা পরিষ্কার করার জন্য যে পরিচ্ছন্নকর্মীকে সেখানে পাঠানো হয়েছিল, সেই ফ্রিজারের ভেতর ওই লাশ খুঁজে পেয়েছে বলে খবরে জানানো হয়।

পুলিশ জানিয়েছে ওই মহিলার মৃতদেহ বেঁকিয়ে ফ্রিজারে ঢোকানো হয়েছিল।

টোকিওর কাছে চিবা শহরের এক হোটেল থেকে মিস ইওশিমোকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে।