আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ট্রাম্পের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের পর গুগল, ফেসবুক, টুইটারের ক্ষমতা নিয়ে উদ্বেগ
নানা বিতর্কিত পোস্ট আর নীতিমালা ভঙ্গের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার, ফেসবুক, ইউটিউবসহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে দেশটির রিপাবলিকান সমর্থকেরা।
তবে কারো কারো মতে, দেশটির শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এধরণের পদক্ষেপ মতপ্রকাশের পরিপন্থী নয়।
যদিও প্রেসিডেন্টকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে না দেয়ার পাশাপাশি তার সমর্থকদের মত প্রকাশের জায়গা সংকোচনের মতো সিদ্ধান্তের পেছনে টেক জায়ান্টদের রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তানিন মেহেদির প্রতিবেদন।