বাঘা যতীন: কুষ্টিয়ায় ব্রিটিশবিরোধী বিপ্লবীর ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে ৩জন আটক

ছবির উৎস, তৌহিদী হাসান
বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা কুষ্টিয়ায় এবারে ভাঙচুর করা হলো ভারতে ব্রিটিশ শাসনবিরোধী সশস্ত্র সংগ্রামের বাঙ্গালি বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য।
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস এম তানভীর হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, এই্ ঘটনায় সন্দেহভাজন ৩জনকে আটক করা হয়েছে।
জেলা প্রশাসক আসলাম হোসেন জানিয়েছেন,আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার ব্যাপারে সুনির্দিষ্ট অনেক তথ্য পেয়েছেন।
এর আগে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান যে বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ভাস্কর্যটিতে ভাঙচুর করার হয়েছে বলে তারা ধারণা করছেন।
"আমরা সব দিক মিলিয়ে কাজ করছি দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে। আশা করি তাদের ধরে আইনের আওতায় আনতে পারবো," বিবিসি বাংলাকে বলেন তিনি।
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী, যিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে জন্মেছিলেন বলে বাংলাদেশ সরকারি তথ্য বাতায়নের বলা হয়েছে।
এর আগে কুষ্টিয়াতেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছিলো।
বিবিসি বাংলায় আরও পড়ুন:

ছবির উৎস, এস এম রাশেদ
বাংলাদেশে ভাস্কর্যকেন্দ্রীক চলমান উত্তেজনার সূচনা হয়েছিলো ঢাকায় ধোলাইপাড়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করে ইসলামপন্থী কয়েকটি সংগঠনের সমাবেশ এবং ওই ভাস্কর্য ছুড়ে ফেলে দেয়ার হুমকির পর।
অভিযোগ রয়েছে যে বাংলাদেশ খেলাফত মজলিস নামে একটি সংগঠনের নেতা মামুনুল হক ওই বক্তব্য দিয়েছেন।
পরে চট্টগ্রামের হাটহাজারীতে এক অনুষ্ঠান থেকে হেফাজত ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরীও ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দিলে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে ওঠে।
এর পরপরই কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে একটি মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষককে আটক করেছে পুলিশ।

ছবির উৎস, Getty Images
শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় বিভিন্ন সংগঠন প্রতিবাদ ও বিক্ষোভ করে।
এর মধ্যেই কুষ্টিয়ার কুমারখালীতে কয়া কলেজের গেটে থাকা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটলো।
পুলিশ বলছে, কলেজের গেটের পাশে আবক্ষ ভাস্কর্যটি ছিলো এবং মধ্যরাতে সেটি মুখের এক পাশে ও নাকে হাতুড়ি দিয়ে আঘাত করে ক্ষত তৈরি করা হয়েছে বলে তারা মনে করছেন।
সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাঘা যতীন কে ছিলেন
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বাঘা যতীনের জন্ম ১৮৭৯ সালে কুমারখালীর কয়া গ্রামে।
ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯১৫ সালের ১০ই সেপ্টেম্বর তিনি মারা যান।








