শহীদ বুদ্ধিজীবী দিবস: স্বাধীনতার পরে বধ্যভূমিগুলোর সংরক্ষণ কেন হয়নি?

একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বাংলাদেশে আজ (সোমবার) পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

বাংলাদেশ স্বাধীন হওয়ার দিন কয়েক আগে পাকিস্তান আর্মি ও তার সহযোগীদের শেষ আঘাতটি ছিলো বাঙালী বুদ্ধিজীবীদের তালিকা ধরে ধরে হত্যাকাণ্ড।

যদিও বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চলেছিলো মুক্তিযুদ্ধের পুরো নয় মাস জুড়েই।

কিন্তু দেখা যাচ্ছে, এসব হত্যাকাণ্ড দেশের যেসব স্থানে ঘটেছিলো, বধ্যভূমি নামে পরিচিত সেসব স্থানের বেশিরভাগটাই সংরক্ষণের কোন উদ্যোগ নেই।

কিন্তু দেশ স্বাধীনের পরে বাংলাদেশের ইতিহাস সংশ্লিষ্ট এসব গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করা এবং সংরক্ষণের উদ্যোগ কেন নেয়া হয়নি?

দেখুন তাফসীর বাবু'র ভিডিও রিপোর্টে।