আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে একজন গ্রেপ্তার
বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
ফেসবুকে রামদা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি ও গালিগালাজ সম্বলিত একটি ভিডিও গতকালই ভাইরাল হয়।
এ ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় সোমবার রাতে মহসিন তালুকদার নামে এক ব্যক্তিকে আসামী করে একটি মামলাও হয়।
র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম বলছেন, বেলা এগারটার দিকে দক্ষিণ সুনামগঞ্জ এলাকা থেকে মহসিন তালুকদার কে আটক করতে সক্ষম হন তারা।
"তিনি এখন আমাদের হেফাজতে আছেন," বিবিসি বাংলাকে বলছিলেন মিস্টার ইসলাম।
এর আগে সোমবার রাতে সিলেট সদর উপজেলায় টুকেরবাজার শাহপুর তালুকদার পাড়ায় মহসিন তালুকদারের বাড়িতে গিয়ে র্যাব ও পুলিশ তাকে পায়নি।
এ সময় তারা মিস্টার তালুকদারের স্ত্রী ও সন্তানদের সাথে কথা বলেন।
সাকিব আল হাসানকে এক ভিডিও বার্তায় হাতে রামদা উঁচিয়ে হত্যার হুমকি ও অশ্লীল গালিগালাজ করেছিলেন মিস্টার তালুকদার।
যেখানে দেখা যায় মিস্টার তালুকদার সাকিব আল হাসানের সাম্প্রতিক ভারত সফরের সময় পূজা উদ্বোধন করেছেন এমন মন্তব্য করে তাকে হত্যার হুমকি দেন।
মিস্টার আহমদ বিবিসি বাংলাকে জানান সুনামগঞ্জে র্যাব তাকে আটক করেছে বলে তারাও জেনেছেন।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার ভারত সফরে গিয়ে শুক্রবারই দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান।
এরপর কলকাতায় কালী পূজার একটি অনুষ্ঠানে সাকিবের অংশগ্রহণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র বিতর্ক হচ্ছে।
গতকাল হত্যার হুমকি সম্বলিত ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাকিব এক ভিডিওবার্তায় ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থনা করেন।