ক্রিকেট: শ্রীলংকার শর্ত মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যেতে নারাজ বাংলাদেশ

ছবির উৎস, Empics
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচের জন্য শ্রীলঙ্কা তাদের দেশে যেসব শর্ত দিয়েছে তা মেনে খেলা সম্ভব হবে না বাংলাদেশের।
এ মাসের শেষ সপ্তাহে একটি পূর্বনির্ধারিত দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা যাওয়ার কথা বাংলাদেশের।
সফরের সময়ে খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ দলের সদস্যদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকাসহ বেশ কিছু শর্ত দিয়েছে স্বাগতিক দেশটি।
বাকী শর্তগুলো হচ্ছে:
- সফরকারী বাংলাদেশ দলে ত্রিশ জনের বেশি প্রতিনিধি থাকতে পারবে না।
- কোয়ারেন্টিনের পুরো সময়টা হোটেলে নিজেদের বন্দী রাখতে হবে বাংলাদেশ দলের সদস্যদের।
- প্রত্যেক সদস্যকে শ্রীলংকায় গিয়ে করোনাভাইরাসের পিসিআর টেস্ট করতে হবে।
আরো পড়ুন:

ছবির উৎস, MUNIR UZ ZAMAN
এসব শর্ত মানতে গেলে বাংলাদেশ দল স্বভাবতই সেখানে অনুশীল করতে পারবে না। তাদেরকে সরাসরি মাঠে নামতে হবে।
এসব শর্ত মেনে দেশটিতে যেতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।
যদিও দ্বিপাক্ষিক সিরিজটি বাতিল ঘোষণা করা হয়নি।
নাজমুল হাসান বলছেন, "ওরা যে কথা বলেছে, তা মেনে এখন টেস্ট খেলা সম্ভব না"।
"আমরা আমাদের বক্তব্য জানিয়ে দিয়েছি। এখন ওদের জবাবের অপেক্ষায় আছি"।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল জাতীয় দল, হাই পারফরম্যান্স দলের ক্রিকেটার ও সহযোগীদের মিলিয়ে মোট ৬৫ জনের একটি দল পাঠাতে চায় শ্রীলঙ্কায়।
প্রাথমিক পরিকল্পনা ছিল, জাতীয় দল ও এইচপি দল একসঙ্গে সফরে যাবে, সেখানে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে।
প্রথমে যে পরিকল্পনা ছিল তাতে বলা হয়েছিল, করোনাভাইরাস পরীক্ষায় যদি সদস্যরা নেগেটিভ হয় তবেই যাবে।
এর আগে বাংলাদেশ সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল সাত মাস আগে।
জিম্বাবুয়ের সাথে সেই সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল মার্চ মাসে বাংলাদেশে।
ওই সিরিজের তিন ফর্মেটেরই সবগুলো ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ দল।








