ফটো গ্যালারি: সারা বিশ্বে খবরের যেসব অসাধারণ ছবি সবাই দেখছে

চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ খবরের যেসব অসাধারণ ছবি প্রথম পাতায় স্থান পেয়েছে।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ছেলে ব্যারন এবং পরিবারের বাদবাকি সবাইকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবার লড়ার জন্য দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি এই ছবি তোলেন। তার দল রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের শেষ অনুষ্ঠানটি হয় হোয়াইট হাউজের দক্ষিণ লনে।

ছবির উৎস, CARLOS BARRIA/Reuters

ছবির ক্যাপশান, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ছেলে ব্যারন এবং পরিবারের বাদবাকি সবাইকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবার লড়ার জন্য দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি এই ছবি তোলেন। তার দল রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের শেষ অনুষ্ঠানটি হয় হোয়াইট হাউজের দক্ষিণ লনে।
ঘূর্ণিঝড় লরা যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার উপকূল লন্ডভন্ড করার পর সেখানকার লেক চার্লস শহরের দোকান মালিক আহমেদ নাওয়াজ তার বিধ্বস্ত দোকান ঘুরে দেখছেন। এই ঝড়ে পাঁচ লক্ষ ঘরবাড়ি বিনষ্ট হয়।

ছবির উৎস, ELIJAH NOUVELAGE/Reuters

ছবির ক্যাপশান, ঘূর্ণিঝড় লরা যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার উপকূল লন্ডভন্ড করার পর সেখানকার লেক চার্লস শহরের দোকান মালিক আহমেদ নাওয়াজ তার বিধ্বস্ত দোকান ঘুরে দেখছেন। এই ঝড়ে পাঁচ লক্ষ ঘরবাড়ি বিনষ্ট হয়।
ব্রিটেনের ওয়েলস রাজ্যের পর্থকল শহরের বন্দর। এখানেও আঘাত হানে শক্তিশালী ঝড় ফ্রান্সেস। ঝড়ের কারণে হঠাৎ বন্যা দেখা দেয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।

ছবির উৎস, MATTHEW HORWOOD/Getty Images

ছবির ক্যাপশান, ব্রিটেনের ওয়েলস রাজ্যের পর্থকল শহরের বন্দর। এখানেও আঘাত হানে শক্তিশালী ঝড় ফ্রান্সেস। ঝড়ের কারণে হঠাৎ বন্যা দেখা দেয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।
A US flag, with flames in the background

ছবির উৎস, SCOTT OLSON/Getty Images

ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের শহর কেনোশায় সহিংস বিক্ষোভের সময় সেখানকার একটি কারাগারে আগুন দেয়া হয়। কারাগারের সামনে তখনও উড়ছিল মার্কিন পতাকা। কেনোশার কৃষ্ণাঙ্গ নাগরিক জেকব ব্লেককে পুলিশ গুলি করে হত্যা করার ঘটনা থেকেই বিক্ষোভের সূত্রপাত।
শিনযো আবে ছিলেন জাপানের সবচেয়ে দীর্ঘকালব্যাপী দায়িত্বরত প্রধানমন্ত্রী। স্বাস্থ্যগত কারণে সম্প্রতি তিনি পদত্যাগের ঘোষণা করেছেন। ৬৫-বছর বয়সী মি. আবে বহুদিন ধরে আলসারেটিভ কোলাইটিসে ভুগছেন। তিনি বলছেন, অসুস্থতা তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াক সেটা তিনি কখনই চাননি। মেয়াদ পূর্ণ করতে না পারার জন্য তিনি জাপানিদের কাছে ক্ষমা প্রার্থণা করেন।

ছবির উৎস, FRANCK ROBICHON/Pool via REUTERS

ছবির ক্যাপশান, শিনযো আবে ছিলেন জাপানের সবচেয়ে দীর্ঘকালব্যাপী দায়িত্বরত প্রধানমন্ত্রী। স্বাস্থ্যগত কারণে সম্প্রতি তিনি পদত্যাগের ঘোষণা করেছেন। ৬৫-বছর বয়সী মি. আবে বহুদিন ধরে আলসারেটিভ কোলাইটিসে ভুগছেন। তিনি বলছেন, অসুস্থতা তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াক সেটা তিনি কখনই চাননি। মেয়াদ পূর্ণ করতে না পারার জন্য তিনি জাপানিদের কাছে ক্ষমা প্রার্থণা করেন।
মেক্সিকো সিটিতে একজন স্বাস্থ্যকর্মী সংক্রমণরোধী ওষুধ ছিটাচ্ছেন। করোনাভাইরাস রোগে বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন সেই তালিকায় মেক্সিকোর অবস্থান তৃতীয়। মহামারি শুরু হওয়ার পর মেক্সিাকোতে এপর্যন্ত ৬২,০০০ মানুষ মারা গেছে বলে জানিয়েছে জন্স হপকিন্স ইউনিভার্সিটি।

ছবির উৎস, ALFREDO ESTRELLA/AFP

ছবির ক্যাপশান, মেক্সিকো সিটিতে একজন স্বাস্থ্যকর্মী সংক্রমণরোধী ওষুধ ছিটাচ্ছেন। করোনাভাইরাস রোগে বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন সেই তালিকায় মেক্সিকোর অবস্থান তৃতীয়। মহামারি শুরু হওয়ার পর মেক্সিাকোতে এপর্যন্ত ৬২,০০০ মানুষ মারা গেছে বলে জানিয়েছে জন্স হপকিন্স ইউনিভার্সিটি।
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে দড়ির ওপর কসরত দেখাচ্ছেন একজন অ্যাক্রোব্যাট। শহরের প্রধান ভবনগুলোর ছাদের ওপর থেকে অ্যাক্রোব্যট, অভিনেতা, নাচিয়ে এবং পিয়ানোবাদকরা নানা ধরনের অনুষ্ঠান পরিবেশন করেন।

ছবির উৎস, GABRIEL KUCHTA/Getty Images

ছবির ক্যাপশান, চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে দড়ির ওপর কসরত দেখাচ্ছেন একজন অ্যাক্রোব্যাট। শহরের প্রধান ভবনগুলোর ছাদের ওপর থেকে অ্যাক্রোব্যট, অভিনেতা, নাচিয়ে এবং পিয়ানোবাদকরা নানা ধরনের অনুষ্ঠান পরিবেশন করেন।
লন্ডনের চিড়িয়াখানায় দুটি স্কুইরেল মাঙ্কির ওজন মাপা হচ্ছে। মধ্য ও দক্ষিণ আমেরিকার গহীন অরণ্যে এসব বানরের বাস। লন্ডন চিড়িয়াখানায় প্রতি বছর বন্য প্রাণীর শারিরীক অবস্থা পরীক্ষা করে দেখা হয়।

ছবির উৎস, KIRSTY O'CONNOR/PA Media

ছবির ক্যাপশান, লন্ডনের চিড়িয়াখানায় দুটি স্কুইরেল মাঙ্কির ওজন মাপা হচ্ছে। মধ্য ও দক্ষিণ আমেরিকার গহীন অরণ্যে এসব বানরের বাস। লন্ডন চিড়িয়াখানায় প্রতি বছর বন্য প্রাণীর শারিরীক অবস্থা পরীক্ষা করে দেখা হয়।
ব্রিটেনের নিউকাসল আপন টাইন শহরের এক যাদুঘরে রাখা টিরানোসরাস রেক্স ডাইনোসরের একটি প্রতিকৃতি ঝাড়পোঁছ করা হচ্ছে। করোনাভাইরাস মহামারির জন্য যাদুঘরটি দীর্ঘদিন বন্ধ ছিল। এট এখন জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।

ছবির উৎস, OWEN HUMPHREYS/PA Media

ছবির ক্যাপশান, ব্রিটেনের নিউকাসল আপন টাইন শহরের এক যাদুঘরে রাখা টিরানোসরাস রেক্স ডাইনোসরের একটি প্রতিকৃতি ঝাড়পোঁছ করা হচ্ছে। করোনাভাইরাস মহামারির জন্য যাদুঘরটি দীর্ঘদিন বন্ধ ছিল। এট এখন জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।

সব ছবির সর্বসত্ত্ব সংরক্ষিত।