করোনা ভাইরাস: নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার এখনো ২০ শতাংশের উপরে

করোনাভাইরাসেরে ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্তের সংখ্যা এখন প্রায় তিন লাখের কাছাকাছি।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৯৫ জন।

এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

দেশে সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হল এ পর্যন্ত ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন।

এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬৯৪ জনে।

২৪ ঘণ্টায় ১২ হাজার ৫২৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের সংখ্যা পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০. ৭২ শতাংশ।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০. ৪৬।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪১ জন।

এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন।

Banner image reading 'more about coronavirus'
Banner