করোনা ভাইরাস: গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগের মৃত্যু হাসপাতালে

ছবির উৎস, Getty Images
বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আর এই সময়ের মধ্যে নতুন করে আরও ২,৬১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর ফলে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩,৩৬৫ জনে।
আর মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় ১১,৭৩৭টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত হয়। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৫০৭টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিচারে নতুন শনাক্তের হার ২২.২৫ শনাক্ত। আর এ পর্যন্ত করা মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০.৪২ শতাংশ।
নতুন করে মারা যাওয়াদের মধ্যে ২৫ জনই পুরুষ। আর এই সময়ে মারা যাওয়া ৩১ জনই হাসপাতালে মারা গেছেন।
আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২০ জন। কোভিড-১৯ রোগ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন সুস্থ হয়ে উঠেছেন।


এ পর্যন্ত যারা মারা গেছেন, বয়সের বিচারে তাদের একটি পরিসংখ্যান তুলে ধরেছেন অধ্যাপক নাসিমা সুলতানা।
তাঁর দেয়া তথ্য অনুযায়ী:
০-১০ বছর ১৮ জন
১১-২০ বছর ৩৩ জন
১১-৩০ বছর ৮৮ জন
৩১-৪০ বছর ২১৪ জন
৪১-৫০ বছর ৪৬৬ জন
৫১-৬০ বছর ৯৬৫ জন
৬০ বছরের উর্ধ্বে ১,৫৮১ জন।








