করোনা ভাইরাস: মাস্ক থাকলেও চেহারা চিনবে বাংলাদেশি প্রযুক্তি

করোনাভাইরাস মহামারির এ সময়ে মাস্ক পরাটা অনেক জরুরি হয়ে পড়েছে।

কমবেশি সবাই এখন মাস্ক পরেই চলাফেরা করছেন।

তবে মাস্ক পরা থাকলে সাধারণ ক্যামেরায় কোন ব্যক্তিকে শনাক্ত করা কঠিন।

বাংলাদেশের স্টার্টআপ সিগমাইন্ড এআই দাবি করছে করছে যে তাদের ‘ওয়াচক্যাম মাস সার্ভিল্যান্স সিস্টেম’ মাস্ক পরা ব্যক্তিকে শনাক্ত করতে পারবে। ক্লিকের জন্য আফরোজা নীলার প্রতিবেদনে বিস্তারিত। এই ভিডিওটি বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন এখানে ক্লিক করে।

এছাড়া বিবিসি ক্লিকের ভিডিওগুলো দেখতে পারবেন এই লিঙ্কে