কৃষ্ণাঙ্গ মৃত্যু: প্রতিবাদের আগুন ভোবে ছড়িয়ে গেল আমেরিকার নানা রাজ্যে

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে বিক্ষোভকারী ও দাঙ্গা পুলিশের মধ্যে সংঘর্ষ।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে বিক্ষোভকারী ও দাঙ্গা পুলিশের মধ্যে সংঘর্ষ।

শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ পুরুষ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে যুক্তরাষ্ট্রের মিনিয়াোলিস শহরে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তার আগুন ছড়িয়ে পড়েছে অনেকগুলো অঙ্গরাজ্যে।

মিনিয়াোলিসের একজন পুলিশ তাকে আটকে রাখার জন্য ঘাড়ের ওপর চেপে বসে থাকার পর জর্জ ফ্লয়েড মৃত্যুবরণ করেন।

মিনেসোটা অঙ্গরাজ্যে সহিংসতা নিয়ন্ত্রণে পুরো রাজ্য জুড়ে আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়।

লস অ্যাঞ্জেলস অঙ্গরাজ্যের ফেয়ারফ্যাক্স জেলায় সহিংসতার চিত্র।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, লস অ্যাঞ্জেলস অঙ্গরাজ্যের ফেয়ারফ্যাক্স জেলায় সহিংসতার চিত্র।
কলোরাডোর ডেনভার শহরে শনিবার কার্ফিউ জারি করা হলেও সেটা ভেঙ্গে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এখানে স্মোক গ্রেনেড জ্বালিয়ে প্রতিবাদ করছেন এক বিক্ষোভকারী।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কলোরাডোর ডেনভার শহরে শনিবার কার্ফিউ জারি করা হলেও সেটা ভেঙ্গে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এখানে স্মোক গ্রেনেড জ্বালিয়ে প্রতিবাদ করছেন এক বিক্ষোভকারী।
নিজের পেছনে হাত বেঁধে কলোরাডো রাজ্যসভার বাইরে বহু লোক এধরনের ধর্না বা `ডাই-ইন` প্রতিবাদে যোগদান করেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নিজের পেছনে হাত বেঁধে কলোরাডো রাজ্যসভার বাইরে বহু লোক এধরনের ধর্না বা `ডাই-ইন` প্রতিবাদে যোগদান করেন।
রাজধানী ওয়াশিংটন ডিসির লাফিয়্যাট স্কোয়ারে পুলিশের অবরোধের মধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন এক নারী।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রাজধানী ওয়াশিংটন ডিসির লাফিয়্যাট স্কোয়ারে পুলিশের অবরোধের মধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন এক নারী।
সাউথ ক্যারোলিনার কলম্বাস শহরেও এধরনের বিক্ষোভ হয়। সেখানে কিছু সহিংসতার ঘটনাও ঘটে।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, সাউথ ক্যারোলিনার কলম্বাস শহরেও এধরনের বিক্ষোভ হয়। সেখানে কিছু সহিংসতার ঘটনাও ঘটে।
এই পোস্ট অফিসসহ মিনিয়াপলিসে বহু লুঠপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, এই পোস্ট অফিসসহ মিনিয়াপলিসে বহু লুঠপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের জন্য স্থানীয় চার্চের পক্ষ থেকে খাবার এবং পানির ব্যবস্থা করা হয়।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের জন্য স্থানীয় চার্চের পক্ষ থেকে খাবার এবং পানির ব্যবস্থা করা হয়।

সব ছবির সর্বস্বত্ব সংরক্ষিত।