ভূমধ্যসাগরে ফেব্রুয়ারি মাসে নিখোঁজ নৌকাটির কী হয়েছিল

জাতিসংঘ সতর্ক করে দিয়েছে ভূমধ্যসাগরে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

লিবিয়া থেকে ইউরোপ-গামী নৌকার সংখ্যা গত বছরের তুলনায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। একই সাথে কমে গেছে উদ্ধারকাজও। করোনাভাইরাসের বিধি-নিষেধের কারণে সাহায্য সংস্থার নৌকাগুলোও সেভাবে সক্রিয় হতে পারছে না।

ফলে তাদেরকে উদ্ধারের দায়ভার যেন গিয়ে পড়েছে লিবিয়ার উপকূল রক্ষা বাহিনীর উপর।

গত ফেব্রুয়ারি মাসে লিবিয়া ছেড়ে আসা ৯০ জন যাত্রীবাহী নিখোঁজ এরকম একটি নৌকার কী পরিণতি হয়েছিল বিবিসি সেটা অনুসন্ধান করে দেখার চেষ্টা করেছে।