করোনাভাইরাস: বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যু তিনশো ছাড়াল

বাংলাদেশে একটি হাসপাতালের সামনে কোভিড-১৯ পরীক্ষার জন্য অপেক্ষারত লোকেরা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে একটি হাসপাতালের সামনে কোভিড-১৯ পরীক্ষার জন্য অপেক্ষারত লোকেরা

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ১৬ জনের। ১৮ই মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেলো ৩১৪ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে বাংলাদেশে ২০ হাজার ৯৯৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলো।

এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৫ জন এবং এখন পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হলেন ৪,১১৭ জন। মোট ৬,৭৮২ টি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে।

সারাদেশে নমুনা পরীক্ষা করার ৪১টি কেন্দ্রের ৩৩টি কেন্দ্রের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনে ১০,০০০ নমুনা পরীক্ষার টার্গেট করা হলেও তা এখনও বাস্তবায়ন করা যায়নি।

কর্মকর্তারা বলেছেন, নমুনা সংগ্রহ থেকে শুরু করে লোকবলের সমস্যার কারণে পরীক্ষার সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।

বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, বাংলাদেশে এই পরীক্ষা শুরুর পর দুই মাসেও সংখ্যা বাড়াতে না পারলে সংক্রমণের সঠিক পরিস্থিতি বোঝা যাবে না।

Banner image reading 'more about coronavirus'
Banner