আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনাভাইরাস: রোবট কুকুর নজর রাখবে লোকে নিয়ম মানছে কীনা
সিঙ্গাপুরের এক পার্কে একটি রোবট কুকুর টহল দিচ্ছে পরীক্ষামূলকভাবে। করোনাভাইরাসের সময় লোকে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম-কানুন মানছে কীনা, সেটা দেখাই এটির কাজ।
যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কোম্পানি বোস্টন ডাইনামিক্স এই রোবটটি বানিয়েছে। একটি ক্যামেরা লাগানো আছে এই রোবট কুকুরের সঙ্গে। সেই ক্যামেরা দিয়ে কুকুরটি নজর রাখে সিঙ্গাপুরের বিশান-আং মোহ কিও পার্কের ওপর।
যখন কেউ নিয়ম ভাঙ্গে তখন কুকুরটি লাউডস্পীকার দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম মনে করিয়ে দেয়।