আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনাভাইরাস: বিষণ্ণ ইস্তাম্বুলে যেভাবে ইফতারের জন্য বিশেষ রুটি বিলি করছেন এক বেকারি কর্মী
করোনাভাইরাসের লকডাউনের মধ্যেই বিশ্বজুড়ে মুসলিমরা পবিত্র রমজান পালন করছেন। তুরস্কও এর ব্যতিক্রম নয়। এবারের রমজান মাসের ইস্তাম্বুল যেন একেবারেই বিষণ্ণ। রমজানের সময় ইফতার আর নামাজকে ঘিরে এক হয় আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব। কিন্তু এবারের চিত্র একেবারে ভিন্ন সামাজিক দূরত্বের নিয়মের কারণে । ইস্তাম্বুলে রমজানের সময় ইফতারের থাকতেই হবে ‘পিডে’ নামের এক বিশেষ রুটি। একজন বেকারি কর্মী লকডাউনের মধ্যেই বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন এই রুটি। এ নিয়ে বিবিসি তুর্কির একটি প্রতিবেদন। এটি তৈরি করেছেন আইলিন ইয়াযান।