আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
শতশত কোটি মরু পঙ্গপাল নতুন করে হামলে পড়েছে পূর্ব আফ্রিকায়
কয়েক মাসের ব্যবধানে শতশত কোটি মরু পঙ্গপাল নতুন করে হামলে পড়েছে কেনিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া সহ পূর্ব আফ্রিকার কয়েকটি দেশে। গত কয়েক দশকের মধ্যে এ অঞ্চলে পঙ্গপালের এত বিশাল ঝাঁক আর দেখা যায়নি। নতুন করে আসা এসব পঙ্গপাল বয়সে কম, এবং আগের চেয়ে অনেক বেশি বিধ্বংসী। জাতিসংঘ বলছে নতুন করে পঙ্গপালের হামলায় আফ্রিকার দুই কোটি ৩০ লাখ মানুষের খাদ্য নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়েছে।