আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
দিল্লির বেওয়ারিশ কুকুর-বিড়ালদের খাবার দিচ্ছেন যারা
ভারতের লকডাউনের প্রভাব যে শুধু মানুষের জীবনেই পড়ছে তা নয়। দেশটির পশুপাখীদেরও এই অদ্ভূত পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে হচ্ছে।
রাস্তায় মানুষজন নেই, দোকানপাট-হোটেল-রেস্তোরাঁ বন্ধ - তাই দিল্লির বেওয়ারিশ কুকুর-বিড়ালদের সহজে খাবার মিলছে না।
সেই জন্য পশুচিকিৎসক জয় প্রকাশ আর প্রাণী অধিকারকর্মী মমতার মত কয়েকজন এগিয়ে এসেছেন। তারা নিয়মিত খাবার দিচ্ছেন এই প্রাণীদের।
এ নিয়ে দেখুন দিল্লি থেকে অংশুল ভার্মার ভিডিও রিপোর্ট।