করোনাভাইরাস: ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস আক্রান্ত

প্রিন্স চার্লস এবং কামিলা

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, প্রিন্স চার্লস এবং কামিলা দুজনই তাদের বাসভবন ক্ল্যারেন্স হাউস ছেড়ে বালমোরাল প্রাসাদে আইসোলেশনে আছেন।

ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনাভাইরাস-এ আক্রান্ত হয়েছেন।

রাজ পরিবারের তরফ থেকে এক ঘোষণায় বলা হয়েছে ৭১-বছর বয়সী যুবরাজের দেহে সামান্য উপসর্গ দেখা দিয়েছে।

তবে তার স্বাস্থ্যের অন্য কোন সমস্যা দেখা যায়নি।

তার স্ত্রী কর্নওয়ালের ডাচেস ক্যামিলার পরীক্ষা হয়েছে। তবে তার দেহে করোনাভাইরাস ধরা পড়েনি।

চার্লস এবং ক্যামিলা দুজনেই এখন ব্যালমোরাল প্রাসাদে স্বেচ্ছায় জন-বিচ্ছিন্ন হয়ে দিন কাটাচ্ছেন।

বাকিংহাম প্রাসাদের তরফ বলা হয়েছে, রাণীর সাথে প্রিন্স চার্লসের সর্বশেষ দেখা হয় ১২ই মার্চ, কিন্তু সে সময় তার 'স্বাস্থ্য ভাল ছিল'।

প্রসাদের কর্মকর্তারা বলছেন, সেই বৈঠকে রানীর স্বামী এডিনবরার ডিউক উপস্থিত ছিলেন না।

প্রিন্স চার্লসের করোনাভাইরাস ধরা পড়ার পর রানী এখন তার স্বাস্থ্যের ব্যাপারে যত ধরনের উপদেশ রয়েছে তাই পালন করছেন।

প্রিন্স চার্লসের প্রাসাদ ক্ল্যারেন্স হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, " সর্ব-সম্প্রতি সময়ে প্রিন্সের অনেকগুলো রাজকীয় অনুষ্ঠান ছিল। ফলে সংক্রমণ কার থেকে হয়েছে সে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না।

Banner image reading 'more about coronavirus'