ক্রিকেট: পাকিস্তান সফরের জটিলতা কাটলো, বাংলাদেশ এখন রাজী

ছবির উৎস, Jordan Mansfield
অবশেষে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ।
তবে দুটি টেস্ট, একটি ওডিআই, আর তিনটি টি-২০ খেলতে তিন বার পাকিস্তান সফরে যেতে হবে বাংলাদেশ দলকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বলছে, টি-২০ আন্তর্জাতিক ম্যাচগুলো হবে লাহোরে যথাক্রমে ২৪, ২৫ ও ২৭শে জানুয়ারি।
পরের মাসে ৭ই ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট ।
এর পর করাচিতে ৩রা এপ্রিল হবে একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, এবং ৫ই এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে বলেছিল, বাংলাদেশ শুধু টি-২০ আন্তর্জাতিক খেলতে পাকিস্তান সফর করতে আগ্রহী, কিন্তু মধ্যপ্রাচ্যে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে এই মুহূর্তে তারা পাকিস্তানে টেস্ট খেলার জন্য দীর্ঘ সফরে যেতে রাজি নয়।

ছবির উৎস, ARIF ALI
তবে পাকিস্তান সফর নিয়ে এ জটিলতা দূর হয় মঙ্গলবার - বিসিবি সভাপতি নাজমুল হাসান, পিসিবি প্রধান এহসান মানি এবং আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মধ্যে এক সভায়।
গত বছর নভেম্বর মাসেই বাংলাদেশের একটি নারী ক্রিকেট দল পাকিস্তানে এক সফরে গিয়েছিল।
এছাড়া, বাংলাদেশের একটি অনুর্ধ্ব ১৬ দলও পাকিস্তানে দুটো তিন দিনের টেস্ট ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলে এসেছে।
কিন্তু বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফরকে ঘিরে যে দু'পক্ষের যে অনড় অবস্থান ছিল সেটা শেষ পর্যন্ত বদলে যায় আইসিসির হস্তক্ষেপে।








