আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
যেভাবে এই দশকটি শুরু হয়েছিলো
২০১০ সালে অ্যাংরি বার্ড প্রথম উন্মুক্ত করা হয়।
এরপর এসেছে অনেক গেম, থিম পার্ক ও চলচ্চিত্র, যা পুরো দশক মাতিয়ে রেখেছে।
ধনীদের ছাড়িয়ে ধনী হওয়ার দশক ছিলো এটি।
আরব বিশ্ব রাস্তায় নেমে এসেছিলো এক দশকআগে।
এরপর পুরো দশক জুড়ে নানা জায়গায় বিক্ষোভে পতন হয়েছে অনেক নেতার।