ইরাক বিক্ষোভ: বাগদাদের দেয়ালে নারী জাগরণ

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

গত অক্টোবর থেকে ইরাক জুড়ে শুরু হয়েছে সরকারি বিরোধী বিক্ষোভ। এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ঐতিহ্যগতভাবে পিতৃতান্ত্রিক সমাজের ঠিক বিপরীত একটি অংশের প্রতিনিধিত্ব করেন। ইরাকের এই বিক্ষোভে সেই নারীরাই নিয়েছেন নেতৃত্ব।

বিক্ষোভে তাদের এই উল্লেখযোগ্য অবস্থানকে উদযাপন করা হয়েছে রাজধানী বাগদাদের বিভিন্ন দেয়ালে ম্যুরাল আঁকার মাধ্যমে।

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র
বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

বাগদাদের তাহরির স্কয়ার যা বিক্ষোভের উৎসস্থল হিসেবে পরিচিত, সেটি পরিণত হয়েছে সৃজনশীল প্রতিবাদের মূল কেন্দ্রে।

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

ইরাকী নারীদের চেতনা ও শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা ম্যুরাল বা দেয়ালচিত্রগুলো বিক্ষোভের মূর্ত প্রতীক হয়ে উঠেছে। যাকে ভিজ্যুয়াল উপস্থাপনা বললে ভুল হবে না। বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র বেশিরভাগ ক্ষেত্রে নারীদের তৈরি করা এই শিল্পকর্মগুলো ভবিষ্যৎ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণকে তুলে ধরে।

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র
বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

বিক্ষোভ এবং দেয়ালচিত্র-যৌথভাবে নারীদের একটি সম্মিলিত সম্প্রদায় তৈরি করতে সহায়তা করেছে। যেখানে তারা তাদের অবস্থান দৃঢ়ভাবে জানান দিতে এবং তাদের ইতিহাস নতুন করে লেখার সক্ষমতা অর্জন করে।

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র আঁকছেন এক শিল্পী
বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, দেয়ালচিত্র অংকন শেষ করে ফুটপাতে বসে আছেন শিল্পী

বিক্ষোভে এ পর্যন্ত ৪০০ মানুষ নিহত হওয়ার কারণে নারীদের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন বাবা-মা এবং স্বামী বা অভিভাবকরা। কখনো কখনো তাদের অনুমতি ছাড়াই গোপনে বিক্ষোভে অংশ নিয়েছে ইরাকের নারীরা।

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

এর আগে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে নারীদের অবহেলা করা হলেও, চলতি বিক্ষোভে নির্দিষ্ট কোন রাজনৈতিক কর্মসূচী না থাকায় নারীরাও এতে অংশ নিতে পেরেছে।

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র আঁকছেন এক শিল্পী

এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে নারী এবং পুরুষরা পাশাপাশি থেকে বিক্ষোভ করে না সেখানে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সবাই এক সাথে কাজ করার মানসিকতা তৈরি করাটা একটা বড় অর্জন বলে ধরে নেয়া হচ্ছে।

বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, বাগদাদের রাস্তায় দেয়ালচিত্র