আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বাংলাদেশে প্রতিবন্ধী: 'বয়স হইছে, মেয়ের বিয়ে দিতে পারি না'
বাংলাদেশে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন কিংবা তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগের কথা প্রায় সময়ই শোনা যায়। এ নিয়ে সরকার থেকে প্রতি বছর আলাদা বাজেটও বরাদ্দ দেয়া হচ্ছে। কিন্তু বাস্তবে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের মূল ধারায় কতটা সম্পৃক্ত হতে পারছেন তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে।
তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিবিসি জানার চেষ্টা করেছে বাংলাদেশের সমাজে প্রতিবন্ধীদের জীবন যাত্রা কতটা কঠিন?
আর পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকেই বা তারা কিরকম সহযোগিতা পাচ্ছেন?