আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
২ বছর ধরে হাসপাতালেই বেড়ে উঠছে ফেলে যাওয়া হাসিখুশি শিশু আয়েশা
২০১৮ সালের জানুয়ারি মাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কাছে একটি শিশুকে পেয়ে তাকে ভর্তি করায় সেখানকার কর্তব্যরত পুলিশ।
সেসময় শিশুটির সাথে কেউ ছিলোনা, আর সে ঠিক মতো কথা বলতে কিংবা হাঁটতেও পারছিলো না।
তারপর থেকে ওই হাসপাতালের ওয়ার্ডেই দিন পার করছে আয়েশা নামের শিশুটি।
প্রায় দু'বছর পেরিয়ে গেলেও তার খোঁজে আসেনি পরিবার কিংবা কোনও স্বজন।
আইনি অভিভাবক না থাকায় শিশুটির চিকিৎসাও আটকে রয়েছে।
কেমন পরিমণ্ডলে বেড়ে উঠছে হাসিখুশি শিশু আয়েশা? দেখুন ভিডিওতে।