আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
হংকংএ বিক্ষোভকারীকে গুলি করলো পুলিশ
হংকং-এ সোমবার সহিংস বিক্ষোভের সময় একজনের গায়ে আগুন ধরিয়ে দেয়া এবং আরেকজনকে পুলিশের খুব কাছে থেকে গুলি করার ঘটনা ঘটেছে।
অগ্নিদগ্ধ লোকটি এখন সংকটজনক অবস্থায় হাসপাতালে, তবে গুলিবিদ্ধ ব্যক্তির দেহে অস্ত্রোপচারের পর তার জীবনাশংকা নেই বলে ডাক্তাররা জানিয়েছেন।
দুটি ঘটনারই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।
হংকং-এর মা ওন শান এলাকায় একদল বিক্ষোভকারীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির দেহে দাহ্য তরল পদার্থ ঢেলে দেয়া হয়। ভিডিওতে দেখা যায় সবুজ পোশাক পরা লোকটি অন্য বিক্ষোভকারীদের বলছে, 'তোমরা কেউই চীনা নও'। তখন অন্যরা জবাব দিচ্ছে 'তুমি গ্রেটার বে এরিয়ায় চলে যাও' - যা হংকং সীমান্তের ওপারে চীনা মূলভূমির একটি অংশ।
এর পর লোকটির গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। ভিডিও ফুটেজে তার সারা গায়ে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এক পুলিশ কর্মকর্তা জানান, তাকে হাসপাতালে নেয়া হয় এবং তার অবস্থা সংকটজনক।
অন্যদিকে এক বিক্ষোভকারীর ওপর পুলিশের গুলির ঘটনাটি ঘটে সোমবার সকালবেলা।
মাত্র তিন-চার ফুট দূর থেকে বিক্ষোভকারীর গায়ে গুলি করার দৃশ্যটি ফেসবুকে লাইভ স্ট্রিম করা হয়।
এতে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তার সাথে একজন লোকের ধস্তাধস্তি হচ্ছে, এবং এর মধ্যেই কর্মকর্তাটি তার পিস্তল বের করে। ঠিক তখনই মুখোশ পরা আরেক জন লোক তার দিকে এগিয়ে এলে পুলিশ কর্মকর্তাটি খুব কাছে থেকে তাকে গুলি করে।
গুলিবিদ্ধ লোকটির দেহে অস্ত্রোপচার করার পর তার অবস্থা আশংকামুক্ত বলে জানা গেছে।