আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কঠিন অসুখ উচ্ছলতা কেড়ে নিতে পারেনি যে শিশুটির
আট বছর বয়সী এফিয়া আয়েয়ি অস্টেওজেনেসিস ইম্পারফেক্টা বা 'ব্রিটল বোন' রোগে আক্রান্ত।
তার শরীরের হাড় নরম এবং খুব সহজেই তা ভেঙে যেতে পারে।
বয়স বাড়ার সাথে সাথে তার অবস্থা আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
কিন্তু কঠিন রোগ থাকা স্বত্ত্বেও আয়েয়ি অন্যান্য শিশুদের মত গান গাইতে, নাচতে ও খেলতে ভালবাসে।
যদিও তার জন্য খেলা করাও বিপজ্জনক, কিন্তু শারীরিক দুর্বলতা দিয়ে নিজেকে বর্ণনা করতে চায় না আয়েয়ি।
শরীরের গঠনে ত্রুটি থাকলেও শিশুটির বিশ্বাস, তার বুদ্ধি দিয়ে সে সব প্রতিবন্ধকতা জয় করতে পারবে।