চালকের লাইসেন্স আর গাড়ির ফিটনেস না থাকলে তেল গ্যাস মিলবেনা, আদালতের আদেশ

ছবির উৎস, FARJANA KHAN GODHULY
বাংলাদেশে যেসব যানবাহন লাইসেন্স ও ফিটনেস নবায়ন করবেনা, পাম্পগুলোকে তাদের তেল-গ্যাস না দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
হাইকোর্টের একটি বেঞ্চ বুধবার এ নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।
তিনি জানান, বিআরটিএর পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছিলো যে, দেশে প্রায় পাঁচ লাখ যানবাহনের যথাযথ লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট নবায়ন নেই।
এ প্রেক্ষাপটে আদালত তাদের দু মাস সময় দিয়েছিলো।
ওই সময় অতিক্রান্ত হওয়ার পর বিআরটিএ বুধবার আদালতে জানিয়েছে যে, এর মধ্য মাত্র ৮৯২৬৯টি যানবাহন ফিটনেস সার্টিফিকেট নবায়ন করেছে।
মিস্টার মানিক বলেন আদালত লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট ছাড়া তেল ও গ্যাস না দেয়ার নির্দেশ দিয়েছে।
"পাম্প পরিচালনাকারী এটি নিশ্চিত করবে এবং পুলিশ এটি মনিটর করবে যাতে সার্টিফিকেট প্রদর্শন ছাড়া কেউ তেল গ্যাস না নিতে পারে। তাদের জন্য জ্বালানী বন্ধ থাকবে," বলছিলেন তিনি।
বিবিসি বাংলায় আরও পড়ুন:

ছবির উৎস, Getty Images
তিনি বলেন যারা এখনো নবায়ন করেনি তাদের আগামী দু মাসের মধ্যে নবায়ন করতে হবে এবং আগামী ১০ই জানুয়ারি বিষয়টি আবার আদালতে উঠবে।
এর আগে গত ২৪শে জুন ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স নবায়ন না করা গাড়ি ও চালকের সম্পর্কে তথ্য চেয়েছিলো আদালত।
একই সঙ্গে যাদের ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স নবায়ন নেই তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তাও জানাতে বলা হয়েছিলো।
এ প্রেক্ষাপটে বিআরটিএ ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্স নবায়ন করেনি এমন চালকের তথ্য উপস্থাপনের পর তাদের এগুলো নবায়নের জন্য দু মাস সময় দিয়েছিলো আদালত।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলছেন সে সময়সীমা উত্তীর্ণ হওয়ার পরেও যারা ব্যর্থ হয়েছে তাদের কাছে এখন থেকে আর তেল গ্যাস বিক্রি করতে পারবেনা পাম্পগুলো।








