বাংলাদেশী যানবাহন: বিবিসি প্রবাহ অনুষ্ঠানে প্রচারিত কিছু ছবি

গণপরিবহন বা নিজের কোনও বাহন। দৈনন্দিন কাজে আমরা নানা যানবাহন ব্যবহার করি। বিবিসি প্রবাহের ৭ই মে, ২০১৮ তারিখের অনুষ্ঠানে প্রচারিত দর্শকদের প্রতিদিনকার যানবাহনের এমন কিছু ছবি দেখে নিন।

গণপরিবহন বা নিজের কোনও বাহন

ছবির উৎস, নুরুন্নাহার নিমনী

ছবির ক্যাপশান, ঢাকার রাস্তায় মেয়েদের বাইক চালানো দিনে দিনে জনপ্রিয় হচ্ছে।
গণপরিবহন বা নিজের কোনও বাহন

ছবির উৎস, মাহমুদ রিয়াদ

ছবির ক্যাপশান, নদী বিধৌত ঝালকাঠির অন্যতম বাহন এমন ছোট ছোট স্টীমার।
গণপরিবহন বা নিজের কোনও বাহন

ছবির উৎস, শাহ জাফরী

ছবির ক্যাপশান, টাঙ্গাইলে বন্ধু-বান্ধবদের মধ্যে কেউ সাইকেল কেউবা আবার ইঞ্জিনচালিত রিক্সায় দল বেঁধে ঘুরে বেড়ায়।
গণপরিবহন বা নিজের কোনও বাহন

ছবির উৎস, আল মামুন

ছবির ক্যাপশান, ঢাকার মানুষের প্রতিদিনের নিত্য বাহন পাবলিক বাস।
গণপরিবহন বা নিজের কোনও বাহন

ছবির উৎস, অপু রহমান

ছবির ক্যাপশান, চট্ট্রগ্রামে দৈনন্দিন কাজে চলাচলের অন্যতম প্রধান বাহন ট্রেন।