আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
নাইজেরিয়ার বন্দী শিবিরে একালের ক্রীতদাস
নাইজেরিয়ায় একটি বাড়িতে পাঁচশো মানুষকে ক্রীতদাসের মতো আটকে রেখে নির্যাতন চালানো হচ্ছিল। তাদের শেকল দিয়ে বেঁধে রাখা হতো। খেতে দেয়া হতো না। যৌন নির্যাতনও চালানো হতো। পুরো বিষয়টিকে দাসপ্রথার সঙ্গে তুলনা করছে সেখানকার পুলিশ।