বগুড়ায় বিলের পাশ থেকে কয়েক বস্তা ছেঁড়া টাকা উদ্ধার

বিপুল পরিমাণ টাকা পানির নীচ থেকে ও তীর থেকে উদ্ধার করা হয়।

ছবির উৎস, আমিরুল বাপ্পি

ছবির ক্যাপশান, বিপুল পরিমাণ টাকা পানির নীচ থেকে ও তীর থেকে উদ্ধার করা হয়।

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় একটি বিলের পানি এবং তীর থেকে উদ্ধার হওয়া টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের পরিত্যাক্ত নোট বলে জানিয়েছে পুলিশ।

ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশে বিপুল পরিমাণ নষ্ট ও বাতিলকৃত নোটগুলো মেশিনে কেটে টুকরো করা হয়।

রোববার রাতে পৌরসভার কর্মীরা ট্রাকে করে এসব নোটের টুকরো বস্তাবন্দী করে এই বিলের ধারে আবর্জনা হিসেবে ফেলে যায় বলে জানান শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন।

প্রায় পাঁচ বস্তা পরিমাণ এই টাকা কুচি কুচি করে কাটা অবস্থায় ছিল।

আজ সকালে ওই এলাকার পথচারীরা সকালে বিপুল পরিমাণ নোটের টুকরো পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়।

এই খবরের ভিত্তিতে পুলিশ সেখানে উদ্ধার অভিযানে যায়।

টাকার টুকরো।

ছবির উৎস, আমিরুল বাপ্পি

ছবির ক্যাপশান, টাকার টুকরো।

কয়েক ঘণ্টার অভিযানে বিলের পানির নীচ থেকে এবং তীর থেকে পরিত্যক্ত অবস্থায় টাকাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া।

সব টাকাই কুচি কুচি অবস্থায় কাটা ছিল। একটি নোটও সম্পূর্ণ অবস্থায় পাওয়া যায়নি।

পরে এলাকাবাসীর সহায়তায় এই টাকাগুলো বস্তাবন্দী করা হয়।

পরিত্যক্ত এসব নোটের মধ্য ৫ টাকা থেকে শুরু করে ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটও দেখা গেছে।

তবে কী পরিমাণ টাকা টুকরো হয়েছে সেটা এখনও জানা যায়নি।

টাকা উদ্ধার।

ছবির উৎস, আমিরুল বাপ্পি

ছবির ক্যাপশান, কুচি কুচি করে কাঁটা অবস্থায় টাকা উদ্ধার।

আরও পড়তে পারেন: