আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
নিজের বাড়ি নিজেই তৈরি করছেন অ্যামস্টারডামবাসী
দু'হাজার আট সালের অর্থনৈতিক সঙ্কটের সময় ডাচ শহর অ্যামস্টারডামের কর্তৃপক্ষ মানুষকে নিজের ঘরবাড়ি নিজেই তৈরির করতে উৎসাহ দেয়া শুরু করে।
এরপর ১১ বছর কেটে গেছে। নিজের বাড়ি নিজেই পরিকল্পনা ও নির্মাণ করার সেই উদ্যোগ কতখানি সফল হয়েছে?