ঢাকায় অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো কেন নিষিদ্ধ করা হলো

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে রাজধানী ঢাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে পুলিশ।
ঢাকায় মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিনোদনের জন্যে বা ছবি ধারণের জন্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বিভিন্ন ড্রোন উড়িয়ে থাকেন, যা দণ্ডনীয় অপরাধ।
পুলিশের কর্মকর্তারা বলছেন, অনুমোদন না নিয়ে ড্রোন ওড়ানোর ফলে জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টিসহ জনমনে ভীতির সঞ্চার হতে পারে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বিবিসি বাংলাকে জানিয়েছেন, ড্রোন ওড়ানো নিষিদ্ধ করার সিদ্ধান্তটি আসলে আগেই নেয়া হয়েছিল। এটি এখন তারা সবাইকে আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছেন মাত্র।

ছবির উৎস, SOPA Images
"কিছু প্রতিষ্ঠান বা ব্যক্তি নানা ধরণের বিনোদন কার্যক্রমের জন্য হোক বা ছবি ধারণ করার জন্য হোক, বা অন্য কোন অজ্ঞাত কারণে ড্রোন উড়িয়েছেন। এটি আমাদের নজরে এসেছে। সেজন্যেই আমরা জননিরাপত্তার স্বার্থে সবাইকে সতর্ক করে দিয়েছি।"
ঠিক কী ধরণের আশংকা থেকে তারা ড্রোন নিষিদ্ধ করলেন, জানতে চাইলে কৃষ্ণপদ রায় বলেন, ড্রোন ব্যবহার করে বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষতিকর কার্যক্রম চালানো হয়েছে। অপরাধীরা এটির সুযোগ নিতে পারেন।
তিনি বলেন, "বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে বা সংরক্ষিত এলাকায় ড্রোন এসে পড়েছে, এরকম দুয়েকটি ঘটনা ঘটেছে। যদিও এসব ঘটনার তদন্তে বড় কোন অপরাধমূলক কাজের উদ্দেশ্য ছিল বলে দেখা যায়নি। তারপরও আশংকা থেকে যায়।"
ড্রোন ব্যবহার করতে হলে বাংলাদেশে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য বাংলাদেশে মূলত ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির কাজে ড্রোনের ব্যবহার বাড়ছে।








