সুপারম্যান বা স্পাইডারম্যান- কীভাবে এলো সুপার হিরোরা?

ছবির উৎস, Getty Images
সুপার পাওয়ার বা অতি মানবীয় শক্তি অর্জনের স্বপ্ন কি কেউ দেখেনি? আসলে এমন ইচ্ছা মানুষের একেবারে শুরু থেকেই রয়ে গেছে।
সুপারহিরো বলতে সবাই হয়তো সুপারম্যান, স্পাইডারম্যান বা ওয়ান্ডারওম্যানের মত জনপ্রিয়, পরিচিত চরিত্রদেরই বোঝেন।
কিন্তু হাজার বছর আগে গ্রীক, রোমান ও নরওয়েজিয়ান মানুষেরা তাদের নিজস্ব সুপারহিরোদের তৈরি করেছিল অতিমানবীয় শক্তি দিয়ে।
এই পৌরাণিক মহাশক্তিধরদের এখনকার মার্ভেল এবং ডিসি ফুটিয়ে তুলেছে মানুষের সামনে।
১. অতিমানবীয় শক্তি (হাল্কের মতো)

ছবির উৎস, Getty Images
প্রকাণ্ডদেহী হারকিউলিস মার্ভেল কমিকসের একজন তারকা এবং ডিজনি এনিমেটেড সিনেমার একটি চরিত্র হলেও কিংবদন্তী হারকিউলিস আসলে হাজার বছরের পুরনো।
প্রাচীন গ্রিক দেবতা হেরাক্লিসকে রোমানরা নতুনভাবে নামকরণ করে।
দেবতা জিউস ও সুন্দরী আলকমেনের পুত্র হারকিউলিসের ছিল অতিমানবীয় শক্তি ও সামর্থ্য।
আরো পড়ুন:
নানাধরনের অসম্ভব কৃতিত্বের মধ্যে হেরাক্লিস বা হারকিউলিস ১২টি অসম্ভব কাজ সম্পন্ন করেছিলেন। তার মধ্যে অসংখ্য দানবকে হত্যা করা, আকাশকে ধরে রাখা, উদ্বোধনী অলিম্পিক গেমসের প্রতিটি একক ইভেন্টে জয় লাভসহ কুস্তিতে এমনকি মৃত্যুকেও পরাজিত করেছিলেন বলে কিংবদন্তী রয়েছে।
২. মারাত্মক দুর্বলতা (যেমন ক্রিপ্টোনাইট)

ছবির উৎস, Getty Images
গ্রিক রাজা পেলুস ও সমুদ্রের পরী থেটিসের পুত্র একিলিস তার সময়ের তারকা- কিন্তু সুপারহিরোদেরও কিছু দুর্বলতা থেকে যায়।
সুপারম্যানের ক্রিপ্টোনাইট বা উলভারিনের মারুসামা ব্লেড-এর মতো।
একিলিস ছিল ট্রোজান যুদ্ধে সবচেয়ে বীর যোদ্ধা, সব গ্রিক যোদ্ধাদের মধ্যে সেরা। কিন্তু সবাই জানতো যে তার দুর্বলতা ছিল তার গোড়ালিতে।
৩. স্ট্রিটমার্কস (ব্যাটম্যানের মতো)

ছবির উৎস, Lefteris_
ওডিসিয়াস ছিলেন ইথাকার এক কিংবদন্তীতুল্য গ্রিক রাজা। যিনি সবচেয়ে বেশি পরিচিত ওডিসি নামে এবং তার ট্রোজান যুদ্ধের দীর্ঘ কাহিনী খুবই জনপ্রিয়।
ওডিসিকে বহু বাধা অতিক্রম করতে হয়েছিল - অনেকটা ব্যাটম্যান যেমন তার বুদ্ধি ও প্রতিভা দিয়ে অতিক্রম করে তার চ্যালেঞ্জ।
বিবিসি বাংলার অন্যান্য খবর:
একচোখা দৈত্য সাইক্লপসের হাত থেকে রক্ষা পেতে সে ব্যবহার করে তার উপস্থিত বুদ্ধি এবং সাহস।
৪. ম্যাজিক (উইচফায়ারের মতো)

ছবির উৎস, Getty Images
এখনকার দিনে অনেক সুপারহিরোদের অস্ত্রভাণ্ডারেই রয়েছে ম্যাজিক বা যাদু।
ডিসি কমিক্সের উইচফায়ারের কথাই ধরা যাক- সে যেমন একজন সুন্দরী মডেল, প্রতিভাবান অভিনেতা ও গায়িকা, আবার শক্তিশালী যাদুকরও।
রেভেন যেমন অন্যদের মনের ভাষা বুঝতে পারে এবং সেভাবে শত্রুদের আক্রমণ করে।
ডক্টর স্ট্রেঞ্জ যেমন দুর্ঘটনায় তার হাত হারালেও চর্চা করেন রহস্যময় শিল্পের।
কমিক বইয়ের এইসব চরিত্রের মতোই উজ্জ্বল গ্রীক দেবী সারসি।
যাকে একটি রহস্যময় পৌরাণিক দ্বিপে নির্বাসনে পাঠানো হয় আর সেখানে সে শেখে রূপান্তরিত করা ও বিভ্রম সৃষ্টির যাদু।
৫. ওয়ারিয়র ওমেন (অনেকটা ওয়ান্ডার ওমেনের মতো)

ছবির উৎস, Getty Images
গ্রীক পৌরাণিক কাহিনীতে অ্যামাজন নামে এক যোদ্ধা গোষ্ঠীর বর্ণনা পাওয়া যায়। যারা একদল নিষ্ঠুর ও আগ্রাসী নারী আর তাদের শারীরিক শক্তি, সাহস ও দক্ষতা যে কোনো পুরুষ যোদ্ধার সমকক্ষ।
তাদেরকে পরিচিত মনে হয়?
ডিসি কমিকসের ওয়ান্ডার ওমেনের সাথে মিল পাওয়া যায় তাদের।
৬. গোপন পরিচয় (সুপারম্যানের মতো)

ছবির উৎস, track5
রোমান দেবতা কিউপিড সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত। সবাই তার চিবুক, পাখির মতো ডানা এবং তীর-ধনুকের ভক্ত।
একাধিক সুপারহিরোর ক্ষেত্রে একটি বিষয়ে মিল পাওয়া যায়, আর তা হলো তাদের আসল পরিচয় গোপন রাখার প্রবণতা।
স্পাইডারম্যান বা ব্যাটম্যান থেকে শুরু করে ক্লার্ক কেন্ট পরিচয়ে লুকিয়ে থাকা সুপারম্যান পর্যন্ত।
ঠিক কিউপিডও নিজের অতিপ্রাকৃত ক্ষমতা ও ডানা লুকিয়ে রাখতো। এমনকি দিনের বেলা তার স্ত্রী সাইকির কাছ থেকেও।
৭. মহা ক্ষমতাশালী হাতুড়ি (থরের মতো)

ছবির উৎস, Google
নরওয়ের লোকগাঁথায় হাতুড়িধারী থর হচ্ছে প্রধান দেবতা। যার ক্ষমতার মধ্যে আরো আছে বজ্র, ঝড়, ওক গাছ এবং শক্তি।
তার দখলে থাকা জিনিসপত্রের মধ্যেআছে যাদুকরী মজোলিনিয়র, যা দিয়ে তিনি উড়তে পারেন এবং মানব কল্যাণে মেঘ চালাতে পারেন।
মার্ভের কমিক চরিত্র থর অডিনসর তার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।








