ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: বৃষ্টি হলে ভারত কেন জিতে যাবে?

ক্রিকেট, ভারত, নিউজিল্যান্ড, সেমিফাইনাল, বিশ্বকাপ

ছবির উৎস, Nathan Stirk

ছবির ক্যাপশান, ব্রিটেনে গ্রীষ্মে বৃষ্টি একটি পরিচিত দৃশ্য

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ শুরুর আগে থেকেই সবচেয়ে আলোচনার বিষয় ছিল আবহাওয়া।

এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, যা এর আগে কোনো বিশ্বকাপে হয়নি।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার লিগ পর্বের ম্যাচেই বৃষ্টির কারণে খেলা হয়নি।

এছাড়া পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার খেলা এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দুটো ম্যাচ মাঠে গড়ায়নি।

দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি শুরু হয়েও আর খেলা শেষ করা হয়নি।

গ্রুপ পর্বে যদিও লম্বা সূচি ও সম্প্রচার নীতিমালার কারণে খেলায় রিজার্ভ ডে রাখা সম্ভব হয়নি।

সেমিফাইনালে অবশ্য একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে।

যদি রিজার্ভ ডেতেও বৃষ্টি হয় সেক্ষেত্রে যে দল গ্রুপ পর্বে যে দল ওপরে আছে সেখানে লর্ডসে ফাইনাল ম্যাচের টিকিট পাবে।

বিশ্বকাপ ক্রিকেটের কিছু খবর যা আপনি পড়তে পারেন:

ক্রিকেট, ভারত, নিউজিল্যান্ড, সেমিফাইনাল, বিশ্বকাপ

ছবির উৎস, Nathan Stirk

ছবির ক্যাপশান, ২০১৯ বিশ্বকাপে চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ

একটি ওয়ানডে ম্যাচ সম্পন্ন হতে কমপক্ষে ২০ ওভার খেলা হওয়া প্রয়োজন প্রথম ইনিংসে।

ডাকওয়ার্থ-লুইস মেথডে এরপর খেলা হবে।

আবার যদি সেমিফাইনালে দুই দলের স্কোর সমান হয় সেক্ষেত্রে সুপার ওভার রয়েছে।

ভিডিওর ক্যাপশান, রায়হান মাসুদ, বিবিসি বাংলার ক্রীড়া সংবাদদাতা

আজ কি ম্যানচেস্টারে বৃষ্টির সম্ভাবনা আছে?

বিবিসির আবহাওয়া পূর্বাভাস বলছে ম্যানচেস্টারে আজ আকাশে মেঘ থাকবে।

বৃষ্টি হলেও তার মাত্রা খুব বেশি হবে না।

ম্যানচেস্টারে সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত বৃষ্টির শতাংশ ৪১ থেকে ৩০।

এরপরে সেটা ২০ শতাংশে নেমে এসেছে।

অর্থাৎ আশা করা হচ্ছে বৃষ্টি যদি বাঁধা দেয়ও তবু ম্যাচ পরিত্যক্ত হওয়ার মতো ঘটনা ঘটার সম্ভাবনা কম।

বিবিসি বাংলার আরো খবর: