হুসেইন মোহাম্মদ এরশাদ ডাকলে চোখ মেলে তাকাচ্ছেন, বলছেন জি.এম. কাদের

হুসেইন মোহাম্মদ এরশাদ, অক্টোবর ২০১৮,
ছবির ক্যাপশান, হুসেইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ভাই জি.এম. কাদের। (ফাইল ছবি)

এখন কথা বলতে না পারলেও চোখ মেলে তাকাচ্ছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ, জানিয়েছেন তাঁর ভাই জি.এম. কাদের।

মঙ্গলবার সাংবাদিকদের মিস্টার কাদের বলেন, "এখন পর্যন্ত উনার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। অবনতিও হয়নি। তাকে এখনও দুই ঘণ্টা সাধারণভাবে অক্সিজেন দেয়া হচ্ছে এবং বাকি দুই ঘণ্টা আন্ডার প্রেশার অক্সিজেন দেয়া হচ্ছে।"

তবে তাকে লাইফ সাপোর্টে রাখা হওয়ার বিষয়টি বিভ্রান্তি ছাড়া আর কিছু নয় বলে জানিয়েছেন মিস্টার কাদের।

"তিনি [এরশাদ] এখন কথা বলতে না পারলেও চোখ মেলে তাকাচ্ছেন," বলেন মিস্টার কাদের।

জি.এম. কাদের বলেন, "যখন আমরা কথা বলতে চাই বা ডাক্তাররা যখন তাকে ডাকছেন, কথা বলছেন তখন তিনি চোখ মেলে তাকাচ্ছেন।"

"তবে তিনি কথা বলার মতো অবস্থায় নেই যেহেতু তার মুখে ভেতরে বিভিন্ন নল ঢুকিয়ে দেয়া আছে।"

চিকিৎসকদের উদ্ধৃতি করে মিস্টার কাদের বলেন, তার ভাই এরশাদ 'তন্দ্রা এবং ঘুমের মাঝামাঝি' একটা অবস্থায় আছেন। বিভিন্ন ওষুধপত্রের প্রভাবেই এমনটা হয়েছে বলে জানান মিস্টার কাদের।

আরও পড়তে পারেন:

এদিকে, দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বিবিসি বাংলাকে জানিয়েছেন, মিস্টার এরশাদের শারীরিক অবস্থা এখনও 'শঙ্কামুক্ত নয়'। ফুসফুস ও কিডনির ইনফেশন আগের মতোই আছে।

"এ ব্যাপারে সিঙ্গাপুরে তিনি যে ডাক্তার দেখাতেন, তার সঙ্গে কনসাল্ট করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে স্বাস্থ্য পরিস্থিতি কিছুটা ভাল হলে ডাক্তারদের পরামর্শে তাকে বিদেশে পাঠানো হতে পারে," জানান মিস্টার রাঙ্গা।

জি এম কাদের
ছবির ক্যাপশান, হুসেইন মোহাম্মদ এরশাদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে 'বিভ্রান্তিকর তথ্য' প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জি.এম. কাদের।

'যদি আমরা কিছু না জানাই, বুঝবেন অবস্থা স্থিতিশীল আছে'

এদিকে হুসেইন মোহাম্মদ এরশাদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব 'বিভ্রান্তিকর তথ্য' প্রকাশ করা হচ্ছে সেগুলো বিশ্বাস না করে দলের পক্ষ থেকে যে ব্রিফিং দেয়া হবে সেটার প্রতি আস্থা রাখার আহ্বান জানান জি এম কাদের।

নাম উল্লেখ না করে মিস্টার জি.এম. কাদের বলেন, "গত কয়েকদিন ধরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফেসবুক আইডি থেকে এমন নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়।"

"ফেসবুকে নামে-বেনামে খোলা ফেইক আইডিগুলো থেকে এসব অপপ্রচার চালানো হচ্ছে," অভিযোগ করেন মিস্টার কাদের।

এমন অবস্থায় দলের পক্ষ থেকে মিস্টার এরশাদের স্বাস্থ্য পরিস্থিতির বিষয়ে নিয়মিত সবাইকে জানানোর কথা বলেন তিনি।

সাংবাদিকদের তিনি বলেন, "এর মধ্যে যদি আপনারা কিছু জানতে না পারেন, তাহলে বুঝবেন যে তিনি ভাল আছেন, স্থিতিশীল আছেন।"

"উনার [এরশাদের] অবস্থার অবনতি হলে আমরা সরাসরি জানানোর চেষ্টা করবো। যদি আপনাদের আমরা কিছু না জানাই, তাহলে বুঝবেন অবস্থা স্থিতিশীল আছে।"

বর্তমানে দলীয় নেতাকর্মীসহ পরিবারের সদস্যরা মিস্টার এরশাদের পাশে আছেন।

গত ২৭শে জুন সিএমএইচ-এ ভর্তি করা হয় হুসেইন মোহাম্মদ এরশাদকে।