ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: পাকিস্তানের টিকে থাকা নাকি নিউজিল্যান্ডের এগিয়ে যাওয়া

ছবির উৎস, Francois Nel
বিশ্বকাপের আগে যে নিউজিল্যান্ড দলটি নিয়ে খুব বেশি মাতামাতি হয়নি, খুব উচ্চাশাও ছিল না, সেই নিউজিল্যান্ড এখন পয়েন্ট তালিকার ওপরের দিকে।
অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এই মুহুর্তে অবস্থান করছে ১ নম্বরে এক পয়েন্ট বেশি নিয়ে।
বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি এমন দল আছে দুটো, একটি ফেভারিট ভারত অন্যটি নিউজিল্যান্ড।
বলা যায়, এখন পর্যন্ত সবচেয়ে সফল দল নিউজিল্যান্ডই।
অন্যদিকে পাকিস্তানের ২০১৯ বিশ্বকাপ উত্থান-পতনের মিশ্রণ।
শুরুতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধরাশায়ী হওয়ার পর ইংল্যান্ডের সাথে জয় ও শ্রীলংকার সাথে পয়েন্ট ভাগাভাগি হয়, পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখে।
পাকিস্তানের পয়েন্ট পাঁচ, নিউজিল্যান্ডের ১১।
এই ম্যাচে জয় পেলেই নিউজিল্যান্ড নিশ্চিত সেমিফাইনালে, আর পাকিস্তান জিতলে টিকে থাকবে লড়াইয়ে।
আরো পড়ুন:
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড: মুখোমুখি চিত্র
নিউজিল্যান্ড গেলো চারটি বিশ্বকাপেই অন্তত সেমিফাইনাল খেলেছে। আর পাকিস্তান ছিল চিরাচরিত ধারায় - উত্থান-পতনের মধ্যে।

ছবির উৎস, Laurence Griffiths-IDI
তবে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান ও নিউজিল্যান্ড ৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুটিতে নিউজিল্যান্ড জয় পেয়েছে আর পাকিস্তান জিতেছে ৬টি ম্যাচ।
তবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ১০৬টি ম্যাচে।
নিউজিল্যান্ড জয়ী- ৪৮টি।
পাকিস্তান জয়ী- ৫৪টি।
টাই- একটি ম্যাচ।
পরিত্যক্ত- ৩টি ম্যাচ।

ছবির উৎস, Michael Steele
যাদের দিকে থাকবে নজর....
রস টেইলর
ব্যাটসম্যান, নিউজিল্যান্ড
রস টেইলের ক্রিকেট জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসগুলোর একটি পাকিস্তানের বিপক্ষে।
২০১১ বিশ্বকাপে ১৩১ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন রস টেলর।
নিউজিল্যান্ড ক্রিকেট দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান আলোচনায় কম থাকলেও বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
এই বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে নিউজিল্যান্ডের জয়ের ভিত গড়ে দেন তিনি।
টেইলরের শক্তির জায়গা তার স্পিন খেলার দক্ষতা।
এর পাশাপাশি গতিকে কাজে লাগিয়ে পেস বোলিংও দারুণ দক্ষতায় সামলান রস টেইলর।
৪৮ রান এর ওপর ওয়ানডে গড়ে ব্যাট করা রস টেইলর নিউজিল্যান্ডের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান।

ছবির উৎস, Philip Brown
মোহাম্মদ আমির
বোলার, পাকিস্তান
চলতি বিশ্বকাপ যেন আমিরের জবাবের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে।
প্রাথমিক দলে তার নাম না থাকায় অবাক হয়েছিলেন ক্রিকেট বিশ্বের বিশ্লেষক ও ভক্তরা।
কিন্তু আমির যত টুর্নামেন্ট এগোচ্ছে তত ক্ষুরধার হয়ে উঠছেন।
এই বিশ্বকাপে ৫ ম্যাচে ১৪.৬০ গড়ে ১৫টি উইকেট পেয়েছেন আমির।
তার ইকোনোমি রেট ৪.৭৬।








