ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: হোটেলে টিম বাংলাদেশ কেমন কাটাচ্ছে

- Author, রায়হান মাসুদ
- Role, বিবিসি বাংলা, লন্ডন
টেমস নদীর তীর ঘেঁষে হোটেল, নামও রিভারব্যাঙ্ক পার্ক হোটেল, এখানেই অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
হোটেল থেকে বেরিয়ে একটু সামনে গেলেই নয়নাভিরাম লন্ডন আই।
ওভাল স্টেডিয়াম থেকে হোটেলের দূরত্ব ৫ থেকে ১০ মিনিট।
মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সাথে দাঁড়িয়ে থাকতে দেখা গেলো টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে।
কিছুক্ষণ পর পর ক্রিকেটারদের আসা যাওয়া টিম লবিতে। মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন যোগ দিলেন আড্ডায়।
লন্ডনের আবহাওয়া নিয়ে কিছুক্ষণ খুনসুটির পর গণমাধ্যমের সাথে কথা বলেন লিটন দাস।
প্রস্তুতি ম্যাচের চেয়েও বড় প্রস্তুতি বলছেন ত্রিদেশীয় সিরিজকে, সিরিজের প্রস্তুতি পুঁজি করেই বিশ্বকাপের মঞ্চে পা রাখবে বলে বিশ্বাস লিটন দাসের।
তামিম ইকবাল, সৌম্য সরকার ফর্মে আছেন, লিটন দাস কি জায়গা করে নিতে পারবেন?

আরও পড়তে পারেন:
লিটন দাস ওপেনিং পছন্দ করলেও দলের প্রয়োজনে যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত তিনি।
দলের অবস্থা সম্পর্কে লিটন ইতিবাচক কথা বলেন।
প্রস্তুতি সম্পর্কে আলাদাভাবে কিছু বলেননি, "প্রস্তুতির কোনো ব্যাখ্যা নেই আমার কাছে, আমরা তিন বিভাগেই কাজ করছি, যখন যে পরিস্থিতি দাঁড়ায় সে অনুযায়ী কাজ করবো।"
এছাড়া দলের আর কাউকে তেমন একটা দেখা যায়নি হোটেল লবিতে।
সাইফুদ্দিন, আবু জায়েদ রাহীরা এই ছুটির দিনে লন্ডনে থাকা আত্মীয় স্বজনের সাথে সময় কাটান।
সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিথুনরাও হোটেল থেকে বের হয়ে ঘুরে বেড়ান শহরে।
আগামী ২রা জুন লন্ডনের ওভালে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।








