যে প্রযুক্তিতে বাংলাদেশে চলছে অ্যাপভিত্তিক ভাড়ার সাইকেল

ভিডিওর ক্যাপশান, বাংলাদেশে যেভাবে চলছে অ্যাপভিত্তিক ভাড়ার সাইকেল

অ্যাপের মাধ্যমে গাড়ি বা মোটর সাইকেল শেয়ারিং এখন বাংলাদেশের অতি পরিচিত চিত্র।

তবে যারা বাইসাইকেল চালাতে পছন্দ করেন এবং শহরের যানজট এড়িয়ে সহজে গন্তব্যে পৌঁছাতে চান, তাদের জন্য চালু হয়েছে সাইকেল শেয়ারিং সেবা জোবাইক।

যদিও বাংলাদেশের নির্দিষ্ট কিছু এলাকায় চলছে এই অ্যাপভিত্তিক ভাড়ার বাইসাইকেল।

বর্তমানে এটা চলছে কক্সবাজার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মিরপুর ডিওএইচএস এ।

কোন প্রযুক্তি দিয়ে চলছে এটি - বিস্তারিত দেখুন বিবিসি ক্লিকের প্রতিবেদনে।

বিবিসি বাংলার আরো খবর: