শুধু 'কথার মাধ্যমে' আর্থিক লেনদেনের হিসাব রাখার প্রযুক্তি বাংলাদেশে
শুধুমাত্র কথার মাধ্যমে আর্থিক লেনদেনের হিসাব রাখার এক ডিজিটাল সেবা চালু করেছে 'হিসাব' নামের এক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জুবায়ের আহমেদের ভাষায় একে বলা যায় 'ডিজিটাল হালখাতা'।
বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলার মানুষ ব্যবহার করছে এই 'ডিজিটাল হালখাতা'।
এটি এমন একটি সফটওয়্যার - যা মোবাইল ফোনের 'স্পিচ রিকগনিশন' বা কণ্ঠস্বর চিনে রাখার প্রযুক্তি ব্যবহার করে। মোবাইল ব্যবহার করার মতো সামান্য অক্ষরজ্ঞান থাকলেই এটি দিয়ে কাজ করা যাবে।
এজন্য কোন অ্যাপ ডাউনলোড করতে হবে না। সে কারণে শুধু স্মার্টফোন নয় - যে কোন সাধারণ মোবাইল থেকেও এই ডিজিটাল হালখাতা বা আর্থিক লেনদেনের বিবরণ সংরক্ষণের পদ্ধতি ব্যবহার করা যাবে।
একজন গ্রাহককে এ জন্য পাঁচ অংকের একটি নির্দিষ্ট নাম্বারে ডায়াল করতে হবে। বিবিসি ক্লিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ।
বিবিসি বাংলার আরো খবর: