আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
মায়ের সাথে দেখা করতে পাঁচ দিন ধরে পথ চলা
আগামী ১২ বছর সন্তানের সাথে দেখা হবে না, এই শর্তে কি আপনি আপনার শিশুকে স্কুলে পাঠাতে ইচ্ছুক হবেন?
নেপালের দুর্গম গ্রামগুলিতে কোন কোন পরিবারকে এধরনের সিদ্ধান্তই নিতে হচ্ছে।
শহরে রেখে বাচ্চার পড়াশুনার সুযোগ পেতে তারা এটা করছেন।
এ ধরনের একদল শিশুদের সাথে তাদের বাবা-মায়ের ১২ বছর পর সাক্ষাতের ঘটনা নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি হয়েছে।
এদেরই একজন জিভান মাহাতারা।