বনানী আগুন: ওপর থেকে হাত নাড়ছে অনেকে, রাস্তায় অ্যাম্বুলেন্সের সাইরেন

রাস্তায় মানুষের ভিড় ছাপিয়ে সাইরেন বাজিয়ে দ্রুতগতিতে অ্যাম্বুলেন্সের আসা-যাওয়া দেখা যায়।

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, রাস্তায় মানুষের ভিড় ছাপিয়ে সাইরেন বাজিয়ে দ্রুতগতিতে অ্যাম্বুলেন্সের আসা-যাওয়া দেখা যায়।

বনানীর বহুতল ভবনে আগুন লাগার দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতর থেকে চার/পাঁচজনকে উদ্ধার করেছে।

বিবিসি বাংলার আফরোজা নীলা ঘটনাস্থল থেকে জানান, বেলা তিনটার দিকে মই দিয়ে তাদের আট/নয়-তলা থেকে বের করে আনা হয়।

বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, ভবনটির ওপরের দিকের তলাগুলো থেকে বেশ কয়েকজনকে দেখা গেছে হাত নাড়ছেন।

ভবন থেকে বাঁচার চেষ্টায় চার/পাঁচজনকে লাফ দিয়ে পড়তে দেখেছেন বিবিসি বাংলার সংবাদদাতা।

অনুপম নামে একজন ভেতরে আটকা পড়েছেন বলে তার ভাই মোহিত বিবিসিকে জানিয়েছেন।

তিনি জানান, "টেলিফোন করে আমার ভাই জানিয়েছে যে ১১তলায় অনুপম সহ ২০ থেকে ২২ জন আটকে পড়েছে, ধোঁয়ার জন্য তারা বেরোতে পারছে না"।

ধোঁয়ায় আচ্ছন্ন ভবন

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, ধোঁয়ায় আচ্ছন্ন ভবন

এরপর ভাইয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান মোহিত।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, অনেককেই লাফিয়ে পড়তে দেখা গেছে।

রাস্তায় মানুষের ভিড় ছাপিয়ে সাইরেন বাজিয়ে দ্রুতগতিতে অ্যাম্বুলেন্সের আসা-যাওয়া দেখা যায়।

আরও পড়ুন:

রাজধানী ঢাকার বনানী এলাকায় এফ আর টাওয়ারে বৃহস্পতিবার দুপুর একটার দিকে আগুন লাগে।

ঘটনাস্থলের আকাশজুড়ে এখনো কালো ধোঁয়া দেখা যাচ্ছে।

সেখানে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে, কিন্তু আগুন শেষ খবর পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি।

ভবনের দশতলা থেকে আগুনের সূত্রপাত বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ঢাকা বিভাগ ফায়ার সার্ভিসের জোন-২ এর দায়িত্বরত কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বনানী ১৭ নম্বর সড়কের এফ আর টাওয়ারে ১৯ তলা ভবনের ৭/৮ তলায় আগুন লাগে।

ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানান, বনানীর এফ আর টাওয়ারে বৃহস্পতিবার দুপুর একটার দিকে আগুন লাগে।

ভবনের ভেতরে লোকজন আটকা পড়েছেন।