আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ছবিতে দেখুন সাতজন অন্ধ ব্যক্তির পর্বত জয়ের গল্প
অন্ধ হওয়া সত্ত্বেও পাহাড় বেয়ে ওঠার গল্প শুনেছেন কখনও। তাও আবার ছোটখাট কোন পাহাড় নয় বরং প্রায় উনিশ হাজার ফুট উঁচু কিলিমানজারো পর্বত। এমন অসম্ভব বিষয়টি সম্ভব হয়েছিল ১৯৬২ সালে। সেই অন্ধ পবর্তারোহীদের রোমাঞ্চকর গল্প বলা হয়েছে ছবিতে ছবিতে।