আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে নেপালে মধু সংগ্রহ করে মানুষ
বনাঞ্চলে মধু সংগ্রহ নেপালের গ্রামীণ এলাকার প্রাচীন ঐতিহ্যের অন্যতম। সেইসাথে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজও। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যন্ত লামজাং জেলার গ্রামাঞ্চলের বাসিন্দারা পর্বতের চূড়ায় মৌচাক থেকে মধু সংগ্রহের কাজটি করছেন।