আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
গাছ বন্ধু ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে পেরেক তুলছেন যিনি
প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরোতে পারেননি। কিন্তু গাছেরও প্রাণ আছে তা ভালো করেই বুঝতে পারেন যশোরের ওয়াহিদ সরদার। গাছের প্রতি ভালোবাসার কারণে যশোর ঝিনাইদহ খুলনার ৫০০ কিলোমিটার জুড়ে বিভিন্ন রাস্তার গাছ থেকে এ পর্যন্ত ১২৭ কেজি পেরেক তুলেছেন ওয়াহিদ সরদার, আর রোপন করেছেন প্রায় ৩০ হাজার গাছ। গাছ বাঁচাতে এটি তার যুদ্ধ বলে জানান বিবিসির শাহনেওয়াজ রকিকে।