বাংলাদেশে 'গায়েবী মামলার' তদন্তে নিরপেক্ষ কমিশনের দাবী

বাংলাদেশ হাইকোর্ট

ছবির উৎস, ফারজানা খান গোধুলী

ছবির ক্যাপশান, বাংলাদেশ হাইকোর্ট

বাংলাদেশে কল্পিত ঘটনার ওপর ভিত্তি করে বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দায়ের করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এসব মামলার তদন্ত করতে নিরপেক্ষ বিচারবিভাগীয় কমিশন চেয়ে রোববার হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ তিনজন আইনজীবী এই রিটটি দায়ের করেছেন। এই তিনজনই বিএনপির ঘনিষ্ট।

মি. হোসেন বিবিসি বাংলাকে জানান, গত ১লা সেপ্টেম্বর থেকে ১৬ই সেপ্টেম্বর সারা দেশে প্রায় ৪,০০০ মামলা দায়ের করে আট লক্ষ লোককে আসামী করা হয়েছে এমন উপাত্ত তাদের হাতে আছে।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সারা দেশে এ ধরনের কাল্পনিক মামলা দায়েরের উদ্দেশ্যে হচ্ছে বিরোধী দলকে চাপে রেখে নেতাকর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করা। এসব মামলাকে তারা অভিহিত করেছেন 'গায়েবী মামলা' হিসেবে।

"আমার বিরুদ্ধে সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ থেকে ১৮ তারিখের মধ্যে এধরনের আটটি মামলা দায়ের করা হয়েছে", তিনি বলছেন, "সবগুলো মামলায় ঘটনাস্থল ভিন্ন, কিন্তু ভাষা এক।"

তিনি জানান, তার বিরুদ্ধে আনা সব মামলার ক্ষেত্রেই যে অভিযোগ করা হয়েছে তার সবই ভুয়া।

পুলিশের ঘেরাটোপে বিএনপির নেতা খায়রুল কবীর খোকন।

ছবির উৎস, MUNIR UZ ZAMAN

ছবির ক্যাপশান, পুলিশের ঘেরাটোপে বিএনপির নেতা খায়রুল কবীর খোকন। (ফাইল ফটো)

আরো পড়তে পারেন:

"মামলাগুলোতে বলা হয়েছে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলা মিছিলের ভেতর থেকে আমি নাকি পুলিশের ওপর ককটেল ছুঁড়েছি, পুলিশের কাজে বাধা সৃষ্টি করেছি এবং গোলযোগ তৈরিতে উসকানি দিয়েছি!"

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, এই রিট আবেদনে 'গায়েবী' এসব মামলা দায়েরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

বিএনপি সরকারর সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াও এই রিট আবেদনে সই করেছেন।

সোমবার এই রিট আবেদনটির ওপর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি এবং পুলিশের বেশ ক'জন শীর্ষ কর্মকর্তাসহ মোট নয়জনকে এই রিটে বিবাদী করা হয়েছে।

এব্যাপারে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রপক্ষের কোন বক্তব্য জানা সম্ভব হয়নি।