গণেশের ছবি দিয়ে বিজ্ঞাপন ছাপানোর পর হিন্দুদের কাছে আমেরিকার রিপাবলিকান পার্টির ক্ষমা প্রার্থনা

পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন।
ছবির ক্যাপশান, পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন।

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি তাদের প্রকাশিত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে হিন্দুদের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছে।

ওই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছিল হিন্দুদের সমর্থন পাওয়ার আশায়। কিন্তু শেষ পর্যন্ত সেটা হিতে বিপরীত হয়েছে।

হিন্দুদের একটি ধর্মীয় উৎসব উপলক্ষে স্থানীয় পত্রিকায় রিপাবলিকান পার্টির পক্ষ থেকে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয় যেখানে হাতির মাথা বসানো দেবতা গণেশের ছবির নিচে রাজনৈতিক একটি বার্তা লেখা রয়েছে: "আপনি কি একটি গাধার পূজা করবেন নাকি হাতির? পছন্দ আপনার।"

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট দলের রাজনৈতিক প্রতীক গাধা আর হাতি প্রতীক রিপাবলিকান দলের।

টেক্সাসে রিপাবলিকান দলের ফোর্ট বেন্ড কাউন্টি শাখা স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞাপনটি প্রকাশ করেছে।

এতে ক্ষোভ প্রকাশ করেছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। দলের প্রতি হিন্দুদের সমর্থন চাইতে গিয়ে বিজ্ঞাপনটিতে কেন গনেশের ছবি ব্যবহার করা হয়েছে রিপাবলিকান পার্টির টেক্সাস শাখার কাছে তার ব্যাখ্যাও জানতে চেয়েছে এই ফাউন্ডেশন।

হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের একজন বোর্ড সদস্য ঋষি ভুতাদা এক বিবৃতিতে বলেছেন, "হিন্দুদের গুরুত্বপূর্ণ একটি উৎসবের সময় যে হিন্দুদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে সেটা প্রশংসাযোগ্য। তবে লর্ড গনেশের সাথে একটি রাজনৈতিক দলের প্রতীকের উপর ভিত্তি করে দল বেছে নেওয়ার তুলনা করার মধ্যে সমস্যা রয়েছে। এটি অশোভন।"

বহু হিন্দু টুইটারে এই বিজ্ঞাপনটিকে শেয়ার করেছেন এবং এবিষয়ে মন্তব্য করার জন্যে তারা রিপাবলিকান পার্টির প্রতি আহবান জানিয়েছেন।

Skip X post
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post

Presentational white space
Presentational white space

আরো পড়তে পারেন:

হিন্দুদের দিক থেকে এই ক্ষোভ প্রকাশের পর রিপাবলিকান পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, "হিন্দু রীতিকে অসম্মান করার জন্যে এটা করা হয়নি।"

"এই বিজ্ঞাপনের কারণে যদি কারো মনে আঘাত লেগে থাকে, আমরা তার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে অবশ্যই এরকম অভিপ্রায় আমাদের ছিল না," বলেছেন ফোর্ট বেন্ড কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারম্যান জেসি জেটন।

রিপাবলিকান দলের পক্ষ থেকে এই দুঃখ প্রকাশের পরপরই হিন্দু আমেরিকান ফাউন্ডেশন সেটা গ্রহণ করে তাদের বিবৃতি আপডেট করেছে।

ঋষি ভুতাদা বলেছেন, "ভবিষ্যতেও তারা একই ধরনের ভুল করে কিনা সেটাও আমাদের দেখার বিষয়।"