পাঁচ মাসে দুবার লটারি জিতে বদলে গেল যে কানাডীয় অভিবাসীর জীবন

পাঁচ মাসে দুবার লটারি জিতেছেন মেলহিগ

ছবির উৎস, Western Canada Lottery Corporation

ছবির ক্যাপশান, পাঁচ মাসে দুবার লটারি জিতেছেন মেলহিগ

রাতারাতি কোটিপতি হওয়ার আশায় বহু মানুষ সপ্তাহের পর সপ্তাহ লটারির টিকেট কেনেন। কিন্তু সারাজীবনেও হয়তো তাদের সেই স্বপ্ন পূরণ হয় না।

কিন্তু মাত্র পাঁচ মাসের ব্যবধানে দুবার লটারি জিতে কপাল খুলে গেছে কানাডার এক অভিবাসীর।

এই ভাগ্যবানের নাম মেলহিগ মেলহিগ। বয়স ২৮ বছর। দুটি লটারিতে তিনি জমিতেছেন মোট ৩৫ লাখ কানাডিয়ান ডলার।

মেলহিগ এসেছেন আফ্রিকা থেকে। এখন থাকেন কানাডার উইনিপেগে। এই অর্থ পাওয়ার পর মেলহিগ এখন পড়াশোনায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।

"আমি এখনো তরুণ। কিভাবে আরও বড় হতে পারি, সেটা আমাদের ভাবা উচিৎ", বলছেন তিনি।

গত এপ্রিলে প্রথম লটারি জেতেন মেলহিগ। সেবার পেয়েছিলেন পনের লাখ ডলার। সেই অর্থ দিয়ে তিনি একটি বাড়ি কেনেন। আগের ফ্ল্যাট ছেড়ে দিয়ে সেই বাড়িতে উঠেছেন।

"আমাদের সব কিছু এখন নতুন। বাড়ির সামনে পেছনে চমৎকার খোলা জায়গা। কাছেই ভালো স্কুল আছে। আমাদের বেশ ভালো লাগছে। "

আরও পড়ুন:

কিন্তু গত আগষ্টে মিস্টার মেলহিগের প্রতি ভাগ্য আবার সুপ্রসন্ন হয়। এবার তিনি লটারিতে জেতেন বিশ লাখ ডলারের জ্যাকপট।

লটারিতে জেতা অর্থে নিজের ব্যবসা গড়ে তুলতে চান তিনি। তার ইচ্ছে একটি পেট্রোল স্টেশন বা কার ওয়াশ সেন্টার খোলা। এরপর তিনি লেখাপড়ায় ফিরে যেতে চান।

"আমার ইচ্ছে স্কুলে ফিরে যাওয়া। আমি ভালো করে ইংরেজী শিখতে চাই। তারপর একটা ভালো কাজ শিখতে চাই। কাঠমিস্ত্রির কাজ বা এরকম কিছু।"