ছবিতে নাইন-ইলেভেনের হামলা

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল, সেদিন উগ্র ইসলামপন্থী সন্ত্রাসীরা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে এবং এর দুটি আঘাত করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে, একটি আঘাত করে ওয়াশিংটনের পেন্টাগনে, এবং আরেকটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়। প্রায় ৩ হাজার লোক নিহত হয়। আজ সেই সন্ত্রাসী হামলার ১৭ বছর পূর্তি। সেদিনের হামলা পরবর্তী পরিস্থিতির কিছু ছবি তুলে ধরা হলো।