ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতি: একটি মুরগীর দাম যখন দেড় কোটি বলিভার!

ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতি এখন পাগলা ঘোড়া, কোন ভাবেই থামানো যাচ্ছে না। লোকে বস্তা ভর্তি নোট নিয়ে বাজারে যাচ্ছেন, কিন্তু সেই টাকায় কী কেনা যাচ্ছে? আইএমএফের হিসেবে এ বছর ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতির হার দাঁড়াবে দশ লাখ শতাংশে! গত সোমবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাডুরো এই লাগামহীন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কিছু নতুন নোট বাজারে ছাড়েন। ভেনেজুয়েলার মুদ্রা বলিভার এখন কার্যত মূল্যহীন কাগজে পরিণত হয়েছে। তীব্র অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সেদেশে। এই মুদ্রাস্ফীতির ব্যাপকতা তুলে ধরতে রয়টার্সের ফটোগ্রাফার কার্লোস গার্সিয়া রলিন্স নিত্যদিনের দরকারি খাবার আর গৃহস্থালী সামগ্রী আর তা কিনতে কত অর্থ দরকার তা পাশাপাশি রেখে এই ছবিগুলো তুলেছেন: