আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার প্রথম সমকামী ইমাম: আমার হৃদয়ই আমার মসজিদ
অস্ট্রেলিয়ার প্রথম প্রকাশ্য সমকামী মুসলিম ইমাম নূর ওয়ারসামি। তিনি প্রথম প্রথম তার সমকামিতার কথা প্রকাশ করার পর তাদের নানা নিপীড়নের শিকার হতে হয়।
তাকে পুলিশ পাহারা নিয়ে চলতে হয়।
কিন্তু তিনি মনে করেন, সমকামীদের মধ্যে তার কাজ অনেককের জীবন রক্ষা করেছে।
তিনি কথা বলেছেন বিবিসির সাথে।