ড্রাইভিং সিটে বসে এক সৌদি নারীর র‍্যাপ সঙ্গীত, সোশাল মিডিয়ায় তোলপাড়

ড্রাইভিং সিটে সৌদি র‍্যাপার লিসা এ

ছবির উৎস, LEESAA

ছবির ক্যাপশান, ড্রাইভিং সিটে সৌদি র‍্যাপার লিসা এ

সৌদি আরবে যেদিন আনুষ্ঠানিকভাবে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, সেদিনই সেদেশের গায়িকা লিসা এ (সোশ্যাল মিডিয়ার নাম) গাড়ির ড্রাইভিং সিটে বসে একটি র‍্যাপ সঙ্গীত রেকর্ড করে সেই ভিডিও তুলে দেন সোশ্যাল মিডিয়ায়।

গানের কথা এরকম -"আমাকে কেউ নিয়ে যাবে, তার আর দরকার নেই...আমার সাথে রয়েছে ড্রাইভিং লাইসেন্স।"

একটি হিউন্দাই গাড়ির ড্রাইভিং সিটে এস র‍্যাপ সঙ্গীতের সুর তিনি গানটি রেকর্ড করেন। তারপর তা তুলে দেন ইনস্টাগ্রামসহ এবং ইউটিউবে।

২৪জুন সৌদি নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা ওঠে। ঐ সৌদি নারী র‍্যাপার তার উচ্ছ্বাস চেপে রাখতে মুহূর্তও দেরি করেননি।

Skip Instagram post
Instagram কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Instagramএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Instagram কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of Instagram post

সৌদি নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা ওঠে ২৪শে জুন। ঐ সৌদি নারী র‍্যাপার তার উচ্ছ্বাস চেপে রাখতে মূহুর্তও দেরি করেননি।

লিসা এ'র ঐ মিউজিক ভিডিও এ কদিনে ইউটিউব এবং ইনস্টাগ্রামে ১৬ লাখ বার দেখা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ঐ সৌদি র‍্যাপার গাড়ি চালাচ্ছেন, এ্যাক্সিলেটরে চাপ দিচ্ছেন, গিয়ার বদলাচ্ছেন এবং সেই সাথে উচ্ছল ভঙ্গিতে গান গেয়ে চলেছেন।

"আমি রসিকতা করছিনা, অমি আজ গাড়ি চালাতে পারি। স্টিয়ারিং আমার পায়ের নিচে পেডাল আর আমার আবায়ার ওপর দিয়ে সিট বেল্ট..."

লিসাএ'র মিউজিক ভিডিও নিয়ে করাএকটি টুইট শেয়ার হয়েছে এক লাখেরও বেশি

ছবির উৎস, Twitter

ছবির ক্যাপশান, লিসাএ'র মিউজিক ভিডিও নিয়ে করাএকটি টুইট শেয়ার হয়েছে এক লাখেরও বেশি

যে টুইটে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে, তা তিন লাখ লাইক পেয়েছে, শেয়ার হয়েছে এক লাখেরও বেশিবার।

লিসা তার গান শেষ করেছেন অন্য পথচারীদের লিফট দেওয়ার প্রস্তাবের সাথে। কিন্তু সাবধান করেছেন, "খবরদার জোরে দরজা বন্ধ করো না, আমি তাহলে তোমাকে সিটবেল্ট দিয়ে বেঁধে ফেলবো।"